functional-project

ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের লক্ষণ বা উপসর্গ কি?

এ রোগের সবচাইতে কমন লক্ষণ বা উপসর্গ হলো মুখের কোন একপাশে, দাঁত, মাড়ী, চোয়াল, কপাল, চোখ, গালে বিদ্যূৎ ঝলকের মতো হঠাৎ তীব্র ব্যথা শুরু হয়, যা প্রাথমিকভাবে কয়েক সেকেন্ড থেকে ২/১ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এবং এরপর ব্যথা চলে যায়। অনেক ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠার পরে, শীতের সময়ে, মুখ ধোয়া, দাঁত মাজা, দাড়ী কামানো ইত্যাদি সময়ে তীব্র ব্যথা শুরু হতে পারে। এই ব্যাথা এতই সুক্ষ ও তীব্র যে অনেক সময় মুখে শিরশিরে বাতাস লাগলেও রোগী শারিরীক ও মানসিকভাবে কাতর হয়ে পড়েন। সাধারণত পঞ্চাশোর্ধ বয়সীদের, তুলনামূলকভাবে মহিলাদের, উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীদের এই সমস্যা বেশী পরিলক্ষিত হয়।

ট্রাইজেমিনাল নিউরালজিয়া নির্ণয়ের উপায়

প্রায়শই এই সমস্যার লক্ষণ দাঁতের ব্যথার সাথে সর্ম্পকিত থাকায় অনেকে হাতের নাগালে থাকা ডেন্টিস্টের কাছে যান এবং অনেক সময়ই ভূল চিকিৎসা নিয়ে থাকেন। যেহেতু এটি একটি মস্তিস্কজনিত সমস্যা তাই রোগীকে একজন নিউরোলজিস্ট এর নিকট চিকিৎসা নেয়া প্রয়োজন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া নির্ণয়ের জন্য একজন নিউরোলজিস্ট মুখের ব্যথার ধরণ, অবস্থান ইত্যাদির উপর ভিত্তি করে এমআরআই এর মাধ্যমে মুখে কোন টিউমার, মাল্টিপল . . .  আছে কিনা নির্ণয় করেন। যদি এইসব না থাকে তাহলে রক্তনালীর কোন সমস্যা আছে কিনা তা নির্ণয় করেন এবং ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের মাত্রা নিরুপন করে প্রযোজ্য চিকিৎসা বা পরামর্শ দিয়ে থাকেন।