functional-project

ট্রাইজেমিনাল নিউরালজিয়া কেন হয়?

মুলত তিনটি কারণে ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়ে থাকে। প্রথমত, ট্রাইজেমিনাল নার্ভের আশেপাশে যদি কোন টিউমার থাকে তাহলে এই সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, ট্রাইজেমিনাল নার্ভের উপর যদি কোন রক্তনালীর চাপ থাকে তাহলে। বর্ধিত কিংবা আঁকাবাঁকা রক্তনালীর কারণে ট্রাইজেমিনাল নার্ভের সংকোচন ও অনিয়মিত কম্পন ঘটায় এবং তীব্র ব্যথার সৃষ্টি হয়। তৃতীয়ত, ট্রাইজেমিনাল নিউরালজিয়া মুলত একটি নিউরোলজিকাল ডিজিজ বা মস্তিস্কজনিত রোগ অর্থ্যাৎ মস্তিস্কে কোন কমপ্লিকেশান দেখা দিলে তার প্রতিক্রিয়া ট্রাইজেমিনাল নার্ভেও পরিলক্ষিত হয়।