functional-project

ট্রাইজেমিনাল নিউরালজিয়া চিকিৎসা?

ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের চিকিৎসা মুলত ৩ ধরণের। প্রথমত, নিউরোলজিস্টরা প্রাথমিক পর্যায়ে ঔষধের মাধ্যমে নিরাময়ের চেস্টা করেন। প্রথম দিকে কমমাত্রার ঔষধ এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে ঔষধের মাত্রা বাড়িয়ে চিকিৎসা দিয়ে থাকেন। দ্বিতীয়ত, যখন শুধুমাত্র ঔষধে ব্যথা কমছে না তখন অপারেশন এর মাধ্যমে এর স্থায়ী সমাধান করা যায়। উল্লেখ্য যে, বেশীরভাগ মানুষই অপারেশন প্রক্রিয়ায় যেতে চায় না, বিশেষ করে ব্রেইন অপারেশন নিয়ে সবারই ভীতি কাজ করে (যদিও সাম্প্রতিক কালে অত্যাধুনিক প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থার কল্যানে বেশীরভাগ অপারেশন সফলভাবে সম্পন্ন হচ্ছে)। এপ্রেক্ষিতে ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের ক্ষেত্রে নিউরোলজিস্টরা তৃতীয় যে চিকিৎসাটি প্রয়োগ করেন তা হলো ট্রাইজেমিনাল নার্ভের গোড়ায় বা গ্যাংলিয়নে ইনজেকশান প্রয়োগ করা। এছাড়াও, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশান, স্টেরিওটেকটিক রেডিও সার্জারি ইত্যাদি যা বর্তমানে ট্রাইজেমিনাল নিউরালজিয়া রোগের সর্বাধুনিক চিকিৎসা হিসাবে বিবেচনা করা হচ্ছে।