ট্রাইজেমিনাল নিউরালজিয়া সাধারণত টিক (TIC) ডৌলরেক্স নামেও পরিচিত এবং এটি মুলত মস্তিস্কজনিত সমস্যা। আমাদের মস্তিস্ক থেকে অসংখ্য স্নায়ু বা নার্ভ শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত আছে যার মাধ্যমে আমরা শরীরের বিভিন্ন অংশের কার্যক্রম নিয়ন্ত্রন করি ও অনুভূতি টের পাই। ঠিক তেমনি মস্তিস্ক থেকে যে নার্ভ বা স্নায়ুটি আমাদের মুখমন্ডলে প্রবাহিত রয়েছে তার নাম হলো ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভটির উৎস মস্তিস্ক হলেও এটি ৩টি শাখায় বিভক্ত হয়ে মুখমন্ডলের ভিন্ন ভিন্ন অংশে, যথা ক. Opthalmic Division (কপাল, চোখ, নাক অংশ), খ. Maxillary Division (মুখের মাঝামাঝি ও গাল অংশ) ও গ. Mandibular Division (কান, দাঁত, চোয়াল অংশ) ব্যথা, অনুভুতি নিয়ন্ত্রন করে। কোন কারণে ট্রাইজেমিনাল নার্ভ বা এর শাখা নার্ভগুলোর কার্যক্রম ব্যহত হলে এবং এর ফলশ্রুতিতে যে তীব্র ব্যথা হয় একেই বলা হয় ট্রাইজেমিনাল নিউরালজিয়া ।